Khabar Samay Bangla Blog ঘটনা Police : নালা থেকে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার
ঘটনা

Police : নালা থেকে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার

শিলিগুড়ি , ৩০ জুলাই : শিলিগুড়ি ২০ নম্বর ওয়ার্ডের এক নালা থেকে উদ্ধার হয় প্রায় ২৫ বছর বয়সি এক যুবকের রক্তাক্ত দেহ । রক্তাক্ত দেহটি দেখতে পেয়ে এলাকাবাসীরা জানায় কুড়ি নম্বর ওয়ার্ড কাউন্সিলর অভয়া বসুকে ।

কাউন্সিলর ঘটনাস্থলে পৌঁছে খবর দেয় শিলিগুড়ি থানার পুলিশকে । খবর পেয়ে শিলিগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে নিয়ে আসে শিলিগুড়ি জেলা হাসপাতালে । উদ্ধার হওয়া দেহর গলায় আঘাতের চিহ্ন রয়েছে । সেই দেহ থেকে উদ্ধার হয়েছে কাগজে লেখা একটি মোবাইল নম্বর ।

যদিও সেই নম্বরে ফোন করলে ফোন লাগছে না বলেই সূত্রের খবর । উদ্ধার হওয়া মৃতদেহের পরিচয় এখনও জানা যায়নি । ঘটনার তদন্ত শুরু করেছে শিলিগুড়ি থানার পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version