November 12, 2024
Sevoke Road, Siliguri
খেলা

Tournament : দৃষ্টিহীন মেয়েদের ক্রিকেট টুর্নামেন্ট আয়োজিত হতে চলেছে

শিলিগুড়ি , ৪ এপ্রিল : এই প্রথমবার বিধাননগরে অনুষ্ঠিত হতে চলেছে দৃষ্টিহীন মেয়েদের ক্রিকেট টুর্নামেন্ট । এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে তিনটি রাজ‍্যের মহিলা দল বাংলা অসম ও ঝাড়খন্ড রাজ‍্য ।
উদ্বোধনী ম‍্যাচটি অনুষ্ঠিত হবে মিলনপল্লী ক্রিকেট গ্রাউন্ডে আগামী ৬ এপ্রিল | শনিবার মুখোমুখি হবে বাংলা ও অসম রাজ‍্য । ফাইনাল ম‍্যাচটি হবে মুরালিগঞ্জ হাই স্কুলে আগামী ৮ এপ্রিল | সেইদিন ওই স্কুলে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে । এই শিবিরে উপস্থিত থাকবেন পদ্মশ্রী করিমুল হক ও সমাজে বিশিষ্ট অতিথিরা ।

মিলনপল্লী মাঠের জন্য সমস্ত রকম ব্যবস্থা রাখছে পরিচালন কমিটির সভাপতি কাজল ঘোষ । অন‍্যদিকে মুরালিগঞ্জ হাই স্কুলে প্রধান শিক্ষক কোন খামতি রাখছে না টুর্নামেন্ট ঘিরে ।

দৃষ্টিহীন বিদ‍্যালয়ের শিক্ষক অন্তত রায় ও আশিস দাস খুব খুশী জাতীয় স্তরের এই খেলাটি বিধাননগরে আয়োজন করতে পেরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *