July 30, 2025
Sevoke Road, Siliguri
ঘটনা

Camp : ক্রেডিট ক্যাম্প এর মাধ্যমে চেক প্রদান

শিলিগুড়ি , ২৯ জুলাই : স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য মেগা ক্রেডিট ক্যাম্প অনুষ্ঠিত হল নকশালবাড়িতে । এদিন নকশালবাড়ি কমিউনিটি হলে স্বনির্ভর গোষ্ঠীকে ১০ কোটি ৭০লক্ষ টাকার লোন ও চেক প্রদান করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ।

এদিন ব্লকের স্বনির্ভর গোষ্ঠীর মহিলা আশাকর্মীদের নিয়ে আনন্দধার মেগা ক্রেডিট ক্যাম্প করে ব্লক প্রশাসন। উপস্থিত ছিলেন রাজ্যর স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য , শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ , জেলাশাসক প্রীতি গোয়েল , মহকুমাশাসক অবধ সিংঘল, জেলা মুখ্য সাস্থ্য আধিকারিক তুলসী প্রামানিক, পশ্চিমবঙ্গ গ্ৰামীন ব্যাঙ্কের চিফ ম্যানেজার সহ অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা।

এদিন ১৬২ টি স্বনির্ভর গোষ্ঠীকে প্রায় ১০ কোটি ৭০লক্ষ টাকার চেক প্রদান করেন মন্ত্রী । রাজ্য অর্থনীতি চাঙ্গা থাকার পিছনে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের অংশগ্রহণ বিশেষ ভূমিকা নেয় । যে লোন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা নেয় তা পরিশোধ করে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলা যে ভালো কাজ করছে তা প্রমাণ হয় বলে জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *