October 10, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ

Convicted : নাবালিকা স্কুল ছাত্রীকে ধর্ষণ করে খুন , দোষীর ফাঁসির সাজা

শিলিগুড়ি , ৭ সেপ্টেম্বর : মাটিগাড়ায় নাবালিকা স্কুল ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনায় দোষীর ফাঁসির সাজা দিলেন বিচারক । শনিবার বিকেলে ওই সাজা দেন শিলিগুড়ি মহকুমা আদালতে এডিশনাল ডিস্ট্রিক এন্ড সেশনস ফাস্ট কোর্টের বিচারক অনিতা মেহেরোত্রা মাথুর । আর ফাঁসির সাজা ঘোষণা হতেই আদালতে চত্ত্বরেই উল্লাসে ফেটে পরে নির্যাতিতার পরিবার ও এলাকাবাসীরা। আদালতের এই রায় আরজি কর কান্ডের মাঝে দৃষ্টান্ত স্থাপন করবে বলে মনে করছে বুদ্ধিজীবীমহল ।


২২ জন সাক্ষী এবং একাধিক তথ্য প্রমাণের ভিত্তিতে ওই ঘটনায় দোষী মহম্মদ আব্বাসকে ফাঁসির সাজা দেন বিচারক ।

সরকারি আইনজীবী বিভাস চ্যাটার্জী বলেন , “লড়াইয়ের অবসান হল । দুটো ধারায় দোষীর ফাঁসির সাজা হয়েছে । একটি পকসো ধারায় ও অন্যটি ৩০২ খুনের ধারায় । এই মামলাটিকে আদালত বিরলতম ঘটনা বলে মনে করে দোষীর মৃত্যুর সাজা ঘোষণা করেছে । পুলিশ খুব ভালো কাজ করেছে । তারপর কাজ হল আইনজীবী ও বিচারব্যবস্থার।

আইনজীবী যদি চান মামলা তাড়াতাড়ি শেষ করবেন , সঠিক তথ্য প্রমাণ আনাবেন তা সম্ভব । কারণ মামলা দেরি হয় আদালতে এসে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *