November 12, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Hospital : হাসপাতালে ভ্রাম্যমান কমিউনিটি কিচেন

শিলিগুড়ি , ১৪ জানুয়ারী : শিলিগুড়ি উত্তরের দিশারী নব উদ্যোগ ভ্রাম্যমান কমিউনিটি কিচেন আজ আয়োজিত হয় শিলিগুড়ি জেলা হাসপাতালে |

হাসপাতালের সুপার সহ অন্য বিশিষ্টদের উপস্থিতিতে আজ প্রথম দিন প্রায় ১৫০ এর ওপরে ক্ষুধার্থদের ডিমের ঝোল ও ভাত দেওয়া হয় । হাসপাতাল চত্বরে উত্তরের দিশারীর আজকের এই উদ্যোগে শিলিগুড়ি সদর হাসপাতালে ডেপুটি সুপারেন্টেন ডক্টর তনুশ্রী দাস সাধুবাদ জানিয়েছেন | তার সঙ্গে যারা আজ এই খবর গ্রহণ করেছেন তারা ও এই উদ্যোগের প্রশংসা করেছেন |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *