December 13, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ ঘটনা

Summit : শিলিগুড়ির যুবক যুবতীদের শৃঙ্গ জয়

শিলিগুড়ি , ১৭ অক্টোবর  :  প্রতি বছরের মতো এই বছরও শিলিগুড়ির ছয় যুবক যুবতী গত ৫ অক্টোবর বেড়িয়ে পড়েছিলেন Mt. Bhanoti (5645 mtrs/ 18520ft) শৃঙ্গ অভিযানে। অভিযানের দলপতি দীপঙ্কর দে এবং বাকি সদস্যরা হলেন রিতেশ কেডিয়া , আগমনী দত্ত , আজিমুন আখতার (সোনালী ), শুভেন্দু ভট্টাচার্য ও সঞ্জীবন দত্ত । 

উত্তরাখণ্ডের বাগেশ্বর জেলার একটি প্রত্যন্ত গ্রাম “দাউ” (Dau Village) থেকে ট্রেক শুরু হয় ৮ অক্টোবর । তিন দিনের দুর্গম যাত্রা শেষ করে দলটি বালুনিতে বেস ক্যাম্প স্থাপন করে ১০ অক্টোবর সন্ধ্যে বেলায় । ১১ অক্টোবর ১৪৫০০ ফিট উচ্চতায় স্থাপন করা হয় এডভ্যান্স বেস ক্যাম্প । এরপর সামনে ছিল শুধুই Mt Bhanoti শিখরের হাতছানি।

১২ অক্টোবর , আজিমুন ও সঞ্জীবন এডভ্যান্স বেস ক্যাম্প এর দায়িত্ব নিজেদের হাতে তুলে নিয়ে বাকী দলকে এগিয়ে দেন summit ক্যাম্প এর দিকে। ১২ অক্টোবর summit ক্যাম্প স্থাপন করা হয় ১৬২০০ ফিট উচ্চতায় । ১৩ অক্টোবর ভোর চারটায় চার জনের দলটি এগিয়ে চলে শৃঙ্গ আরোহণের উদ্দেশ্যে।

Mt Bhanoti এর ৫৫০০ মিটার উচ্চতায় চার জনই সফল ভাবে পৌঁছে যায় । কিন্তু এরপর ১৬৫ মিটারের একটি খাড়া Technical Rockwall (Mountaineering এর ভাষায়) থাকায় আগমনী ও শুভেন্দু সেখানেই থেমে দলের বাকী দু’জনকে সেই ক্লাইম্বিং এ সাহায্য করেন | সকলের অক্লান্ত পরিশ্রম ও প্রচেষ্টায় অবশেষে দলপতি দীপঙ্কর দে ও রিতেশ কেডিয়া সফল ভাবে Mt Bhanoti (৫৬৪৫ মিটার/ ১৮৫২০ ফিট) শৃঙ্গ আরোহণ করে ১৩ অক্টোবর সকাল ১১:১০ মিনিটে ।


শিলিগুড়িতে তাদের দলের বাকী সদস্য শুভজিৎ ভদ্র এর সূত্রে জানা গিয়েছে দলের সকলেই সুস্থ আছে এবং আগামী ২০ অক্টোবর ২০২৪ দলটি শিলিগুড়িতে পৌঁছবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *