Khabar Samay Bangla Blog জীবনধারা revolutionary : বিপ্লবী দীনেশ গুপ্তের ১১২ তম জন্মদিবস উদযাপন
জীবনধারা

revolutionary : বিপ্লবী দীনেশ গুপ্তের ১১২ তম জন্মদিবস উদযাপন

শিলিগুড়ি , ৬ ডিসেম্বর : স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী দীনেশ গুপ্তের ১১২ তম জন্মদিবস শ্রদ্ধার সঙ্গে পালন করল শিলিগুড়ি পুরনিগম ।

বুধবার জলপাইমোড়ে এক ছোট্ট অনুষ্ঠানের মধ্য দিয়ে বিপ্লবী দীনেশ গুপ্তকে শ্রদ্ধা জানান শিলিগুড়ির মেয়র গৌতম দেব।

বিপ্লবী দীনেশচন্দ্র গুপ্তর জন্ম হয় ৬ ডিসেম্বর ১৯১১সালে । মাত্র ৩০ বছর বয়সে দেশের স্বার্থে ফাঁসির মঞ্চে উঠতে হয় তাকে । ৭ জুলাই ১৯৩১ সালে মৃত্যু হয় তার। ভারতের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণকারী একজন স্বনামধন্য বাঙালি বিপ্লবী দীনেশ গুপ্ত । তিনি ঢাকা ও মেদিনীপুরে বিপ্লবী সংগঠন গড়ে তুলেছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version