Khabar Samay Bangla Blog উত্তরবঙ্গ Football : সুপার ডিভিশন ফুটবল খেলা হবে দিনে রাতে
উত্তরবঙ্গ ঘটনা

Football : সুপার ডিভিশন ফুটবল খেলা হবে দিনে রাতে

শিলিগুড়ি , ৫ ডিসেম্বর : সুপার ডিভিশন ফুটবল খেলার বিতর্কের অবসান , মেয়রের হস্তক্ষেপে খেলা হবে দিবারাত্রি ।


মুখ্যমন্ত্রীর কর্মসূচির জন্য মাঝ পথে বন্ধ করে দিতে হল শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে অনুষ্ঠিত সুপার ডিভিশন ফুটবল লিগ ।
আগামী ১২ ডিসেম্বর শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি অনুষ্ঠান । সেই কারণেই মাঝপথে ফুটবল লিগ বন্ধ করার নির্দেশ আসে পুরসভার পক্ষ থেকে । নিরুপায় হয়ে মহকুমা ক্রিড়া পরিষদ ফুটবল খেলা বন্ধ করতে বাধ্য হয় ।

ফুটবল লিগ বন্ধ হওয়ার পরপরই শুরু হয় জোড় বিতর্ক । রাস্তায় নেমে আন্দোলনের সরব হয় বিজেপি ও সিপিএম । খেলা বন্ধ হওয়ায় বেশ কিছু ক্লাব এর বিরোধিতা সরব হয় । তবে সব বিতর্কের অবসান ঘটালেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।

মঙ্গলবার লিগে অংশগ্রহণকারী সমস্ত ক্লাবের সঙ্গে একপ্রস্থ বৈঠক সেরে তিনি তার সিদ্ধান্তের কথা জানাতে গিয়ে বলেন , সাময়িকভাবে ফুটবল লিগ বন্ধ হলেও আগামী ২৯ তারিখ থেকে যে ৩৭ টি খেলা বাকি রয়েছে তা দিনে ও রাত্রে করা হবে | রাতের খরচ বহন করবে শিলিগুড়ি পুরসভা এবং যথাসময়ে সেই খেলাগুলি শেষ করা হবে ।
মেয়রের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে লীগে অংশগ্রহণকারী ক্লাব কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version