September 16, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ ঘটনা

Theft : পেট্রোল পাম্প থেকে মোবাইল চুরি

শিলিগুড়ি , ২৪ মে : ব্যস্ততার সুযোগ নিয়ে শিলিগুড়ির এক পেট্রোল পাম্প থেকে মোবাইল চুরি করে চম্পট দিল দুষ্কৃতী । গতকাল শিলিগুড়ির সেভক রোডের দার্জিলিং ডুয়ার্স সার্ভিস পেট্রোল পাম্পে অন্যান্য দিনের মতই গ্রাহকদের পরিষেবা দিতে ব্যস্ত ছিলেন পাম্পকর্মীরা ।

পাম্পকর্মী রিঙ্কু পাসোয়ান তার মোবাইল সেটটি পাম্পের অফিসের সামনে চার্জে বসিয়ে বাইরে চা খেতে যায় । সেই সময়ে এক যুবক জল পান করার ভান করে চারদিক ভালো করে দেখে নিয়ে মোবাইল নিয়ে চম্পট দেয়। যদিও ঘটনাটি পাম্পে থাকা সিসিটিভির ফুটেজে ধরা পড়েছে । যেখানে পরিষ্কার ভাবে দুষ্কৃতীকে শনাক্ত করা সম্ভব হচ্ছে । স্থানীয় ভক্তিনগর থানায় এই বিষয়ে অভিযোগও দায়ের করেছেন রিঙ্কু পাসোয়ান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *