Siliguri : প্রতিযোগীতার মধ্য দিয়ে শুরু হল ওর্য়াড উৎসব ‘পূর্বাশা’
শিলিগুড়ি , ২৭ ডিসেম্বর : দীর্ঘ দু’বছর পর ওর্য়াড উৎসব , সকলের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা রয়েছে এবার চোখে পড়ার মত । সপ্তাহব্যাপী এই উৎসবে শিশুদের যেমন খুশি সাজো সহ নানা প্রতিযোগীতামূলক ইভেন্ট রাখা হয়েছে | তেমনি সমাপ্তি দিনে বহিরাগত শিল্পীর দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠানের ও আয়োজন করা হয়েছে বলে জানান ওয়ার্ড কাউন্সিলর কুন্তল রায় । […]