November 22, 2024
Sevoke Road, Siliguri
উত্তরবঙ্গ জীবনধারা

Forest : বনদুর্গার পুজকে ঘিরে প্রস্তুতি

শিলিগুড়ি , ৫ জানুয়ারী : প্রতিবছর পৌষমাসের পূর্ণিমা তিথিতে শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার অন্তর্গত বৈকুন্ঠপুরের গভীর জঙ্গলে পূজিত হয় বনদূর্গা । আগামী ৬ জানুয়ারী পুজো হবে | ব্রিটিশ আমলে এই পুজোর প্রচলন হয় । সেই থেকে এখনও প্রতিবছর পুজো হয়ে আসছে । বনদুর্গার পুজোয় বহু ভক্তের সমাগম হয় । জলপাইগুড়ি , দার্জিলিং,কোচবিহার এমনকি পার্শ্ববর্তী রাজ্য সিকিম , অসম এবং পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ থেকেও প্রচুর মানুষের সমাগম হয় ।

বৈকুন্ঠপুরের গভীর জঙ্গলে যেখানে বনদুর্গার মন্দির স্থাপিত সেই জায়গাকে দিল্লি ভিটা, চাঁদের খাল বলা হয় । এই নাম যদিও অনেকেরই অজানা । কথিত আছে , দেবী চৌধুরানী নৌকা করে করতোয়া নদী পার হয়ে বৈকুণ্ঠপুর জঙ্গলে আসতেন । ভবানী পাঠক এবং দেবী চৌধুরানীর গোপন আস্তানা ছিল এই জায়গা । ব্রিটিশ আমলে পুজোর সূচনা করেছিলেন দেবী চৌধুরানী ও ভবানী পাঠক । সেই থেকে এখনও প্রতিবছর এই পুজো হয়েছে আসছে । সেইসময় ঠুনঠুনি মা বলে পুজিত হতেন দেবী। তবে বর্তমানে বনদুর্গার পুজো বলেই পরিচিত ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *