Fire : নার্সিংহোমে আগুন , ক্ষয়ক্ষতি হয়নি
শিলিগুড়ি , ২২ অগাষ্ট : শিলিগুড়ির তিলক রোডে একটি নার্সিংহোমে আগুন । খবর পেয়ে আসে দমকলের একটি ইঞ্জিন এবং বিদ্যুৎ বিভাগের কর্মীরা ।নার্সিংহোম সূত্রে বলা হয়েছে সোলার প্যানেলে শর্ট সার্কিট হওয়াতেই ধোঁয়া দেখা দিয়েছিল তারপরেই খবর দেওয়া হয় দমকল বিভাগকে । খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসে শিলিগুড়ি দমকলের একটি ইঞ্জিন পানিট্যাংকি আউটপোস্টের পুলিশ এবং বিদ্যুৎ […]