Elephant : গর্ভবতী হাতির মৃতদেহ উদ্ধার !
কার্শিয়াং , ১ জুলাই : কার্শিয়াং বনবিভাগের বামনপোখরি রেঞ্জের সুখিয়াখোলায় একটি পূর্ণবয়স্ক গর্ভবতী হাতির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য । মঙ্গলবার সকালে জলাধারের পাশে টহল দেওয়ার সময় বনকর্মীরা মৃত হাতিটিকে দেখতে পান । বনবিভাগ সূত্রে জানা গিয়েছে , মৃত হাতিটির বয়স আনুমানিক ২৫ বছর । দেহ উদ্ধারের পর পশু বিশেষজ্ঞদের ডাকা হলে তারা জানান , হাতিটি […]