Theft : সোনার চেন ছিনতাই এর অভিযোগে গ্রেপ্তার দুই
শিলিগুড়ি , ১৭ নভেম্বর : সোনার চেন ছিনতাই এর অভিযোগে গ্রেপ্তার দুই | মাটিগাড়া থানার তুম্বাজোত এলাকায় গত মাসের ২৩ তারিখ সকালে শিখা চৌধুরী নামে এক মহিলার সোনার চেন ছিনতাই হয় | দুই যুবক মোটরবাইকে করে এসে ওই মহিলার সোনার চেন ছিনতাই করে পালিয়ে যায় । মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা । […]