January 15, 2025
Sevoke Road, Siliguri
অপরাধ

Crime : শহরের বুকে অপহরণের চেষ্টা , জড়িত সন্দেহে গ্রেপ্তার ৫

শিলিগুড়ি , ৮ জানুয়ারী : শহরের বুকে ফের অপহরণের চেষ্টা চালিয়েছিল একদল দুষ্কৃতী । মুক্তিপণ চেয়ে এক লক্ষ টাকা দাবি করা হয় । ঘটনাকে কেন্দ্র করে সোমবার গভীর রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত শিলিগুড়ি সংলগ্ন ইস্টার্ন বাইপাস এলাকায় ব্যাপক মারামারির ঘটনা ঘটে । এতে দুই ব্যক্তি গুরুতর জখম হয়েছেন । তাদের শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে । ওই ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ পাঁচ জনকে গ্রেপ্তার করেছে ।

ধৃতদের নাম পিন্টু মণ্ডল , রাহুল রায় , সুজন কুণ্ডু , হার্দিক কুমার ও রোশন লামজাদে । রোশনের বাড়ি সিকিমে , হার্দিক গুজরাটের বাসিন্দা। বাকিরা শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এলাকার বাসিন্দা।

ইস্টার্ন বাইপাসের ভিআইপি মোড় সংলগ্ন জায়গায় বাড়ি অভিনন্দন পণ্ডিতের। ওই এলাকায় বাবা বাচ্চু পণ্ডিত ও অভিনন্দন দু’জনে মিলে পানের দোকান চালান।

অভিনন্দন এর পিতা বাচ্চু পন্ডিতের অভিযোগ , রাতে একটি নীল রঙের স্কুটারে দু’জন এসে অভিনন্দনকে জোর করে তুলে নিয়ে যায় । এরপর এক লক্ষ টাকা নগদ মুক্তি পণ দাবি করে অপহরণকারীরা ।

এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় কানকাটা মোড়ে । মুক্তিপণ নিতে একটি সাদা রঙের ছোট চারচাকা গাড়ি কানকাটা মোড়ে এলে স্থানীয়রা তাকে আটক করার চেষ্টা করে ।
সেই সময় গাড়িটি আশিঘর মোড়ের দিকে চলে যায়। পরে একটি কালো রঙের ছোট চারচাকা গাড়ি ঘটনাস্থলে আসে ।


সেটিকে আটক করতেই স্থানীয় ও দুস্কৃতীদের মধ্য মারপিট শুরু হয়ে যায় । ঘটনায় বেশ কয়েকজন আহত হয় । ঘটনাস্থলে যায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ । পুলিশ কালো গাড়িটিকে আটক করে থানায় নিয়ে আসে । ওই কালো গাড়িতেই অপহৃত অভিনন্দনকে পাওয়া যায় । ওই ঘটনার পর পাঁচ জনকে গ্রেপ্তার করে ।


সূত্রের খবর , অভিনন্দন অনলাইন জুয়া ও বেটিং কারবারের সঙ্গে যুক্ত । শিলিগুড়ি সংলগ্ন এলাকার একটি দুষ্কৃতী দল অভিনন্দনের কাছে ‘তোলা’ বাবদ কিছু টাকা চায় । সেই টাকা না দেওয়াতেই অভিনন্দনকে অপহরণ করা হয় । বুধবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *