Siliguri : মহকুমা পরিষদ ঘেরাও এর হুঁশিয়ারি বামেদের
শিলিগুড়ি , ১ মার্চ : উন্নয়নে ব্যর্থ শিলিগুড়ি মহকুমা পরিষদ । এই অভিযোগ তুলে বুধবার নকশালবাড়িতে গণস্বাক্ষর কর্মসূচি শুরু করল দার্জিলিং জেলা সিপিআইএম । শিলিগুড়ি মহকুমা পরিষদ ঘেরাও এর হুঁশিয়ারি দেন সিপিআইএম নেতৃত্ব । এদিন সিপিআইএম এর নকশালবাড়ির দলীয় কার্যালয় থেকে শুরু করে নকশালবাড়ি জুড়ে গনস্বাক্ষর সংগৃহীত করা হয় । উপস্থিত ছিলেন সিপিআইএম জেলা সম্পাদক […]
