Rules : এক্সাইজ রুলস লঙ্ঘনের অভিযোগ গ্লেনারিজের বিরুদ্ধে
দার্জিলিং , ১০ ডিসেম্বর : বেঙ্গল এক্সাইজ রুলস লঙ্ঘনের অভিযোগে গ্লেনারিজ এর বার ‘Bar Buzz’–কে তিন মাসের জন্য সিল করল এক্সাইজ দফতর। শুক্রবার ডেপুটি এক্সাইজ কালেক্টর সরন্যা বারিক জানান , এক্সাইজ ডিপার্টমেন্ট কালেক্টরের নির্দেশ অনুযায়ী এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে । বিশেষ করে বেঙ্গল এক্সাইজ রুলস এর রুল ২৩৯ লঙ্ঘনের বিষয়টি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে […]
