Khabar Samay Bangla Blog ঘটনা Bus : নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাগ্রস্ত যাত্রীবাহী বাস
ঘটনা

Bus : নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাগ্রস্ত যাত্রীবাহী বাস

শিলিগুড়ি , ২৩ ডিসেম্বর : বর্ধমান রোডে নির্মীয়মান ফ্লাইওভারে দুর্ঘটনার কবলে পড়ল একটি যাত্রীবাহী বাস । দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার ভোর সাড়ে চারটে নাগাদ। বাসটি গুয়াহাটি–শিলিগুড়ি রুটের ।


স্থানীয় সূত্রে খবর , যাত্রী বোঝাই বাসটি বর্ধমান রোডে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি মোটরবাইককে ধাক্কা মারে । এরপরই সেটি উঠে যায় নির্মীয়মান ফ্লাইওভারের ওপর । জোড়ে ব্রেক কষায় বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হলেও বাসের সামনের অংশ ফ্লাইওভারের নির্মীয়মান একটি কালভার্টের মধ্যে ঢুকে যায় ।


বাসের সামনের দুটি চাকা কালভার্টের ভিতরে ঢুকে বসে যায় । সেই সময় বাসের অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিলেন । আচমকা বিকট শব্দে তারা আতঙ্কিত হয়ে পড়েন এবং দ্রুত বাস থেকে নেমে আসেন ।

দুর্ঘটনার আওয়াজে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খালপাড়া আউটপোস্টের পুলিশ । দুর্ঘটনায় বাসের যাত্রীরা অল্পের জন্য রক্ষা পেলেও মোটর বাইক চালক ও আরোহী আহত হয়েছেন । তবে বাসের কোনও যাত্রী গুরুতরভাবে আহত হননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version