Khabar Samay Bangla Blog অপরাধ Drug : কোটি টাকা মূল্যের মাদক সহ গ্রেপ্তার চার
অপরাধ

Drug : কোটি টাকা মূল্যের মাদক সহ গ্রেপ্তার চার

শিলিগুড়ি , ২১ ডিসেম্বর : কোটি টাকা মূল্যের মাদক সহ গ্রেপ্তার চার |

মাদক পাচারকারীদের বিরুদ্ধে অভিযানে নেমে বড় সাফল্য পেল ভক্তিনগর থানার সাদা পোশাকের পুলিশ ।

শনিবার রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে সেবক রোডে সালুগারার কাছে অভিযান চালিয়ে চার দুষ্কৃতীকে গ্রেপ্তার করল ভক্তিনগর থানার সাদা পোশাকের পুলিশ ।

ধৃত চার জনের নাম বিনয় কুমার , তাশির উদ্দিন , সাইদুল শেখ , অজিত রায় ।

ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে প্রায় ৮০০ গ্রাম ব্রাউন সুগার যার আনুমানিক বাজার মূল্য কোটি টাকা । এছাড়াও তাদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে দুই বোতল এসিড এবং দুই বোতল লিকুইড । চার প্যাকেট মাদক তৈরির উপকরণ । ধৃতদের রবিবার জলপাইগুড়ি আদালতে পেশ করা হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version