শিলিগুড়ি , ৩০ মে : শিলিগুড়ি পুরনিগমের প্ৰধান কার্যালয়ে অনুষ্ঠিত হল ১৬ তম বোর্ড অফ কাউন্সিলরস মন্ডলীর বৈঠক |
মঙ্গলবার , শিলিগুড়ি পুরনিগমের প্রধান কার্যালয়ে এই মিটিং অনুষ্ঠিত হয় । উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব ।
এই বৈঠকের শুরুতে বোর্ডের অনুমোদনের জন্য বেশ কিছু প্রস্তাব তুলে ধরেন মেয়র গৌতম দেব । তার মধ্যে কোন খাতে কত খরচ হবে তাও তুলে ধরা হয় । এই বোর্ড মিটিংয়ে উপস্থিত ছিলেন বিরোধী দলের কাউন্সিলররাও । মেয়রের আনা প্রস্তাবের ওপর মোশন আনেন কাউন্সিলররা । একইসাথে বেশ কিছু নতুন প্রস্তাব তুলে ধরা হয়।
ঘটনা
Siliguri : ১৬ তম বোর্ড অফ কাউন্সিলরস মন্ডলীর বৈঠক অনুষ্ঠিত হল
- by Soumi Chakraborty
- May 30, 2023
- 0 Comments
- Less than a minute
- 417 Views
- 2 years ago