Dhupguri : সিভিক ভলান্টিয়ারের লাঠির আঘাতে আহত লরি চালক
ধূপগুড়ি , ২৫ এপ্রিল : সিভিক ভলান্টিয়ারের লাঠির আঘাতে গুরুতর আহত লরি চালক । ঘটনার জেরে পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের । সোমবার রাতে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির চৌপথিতে । অন্যদিকে সিভিক পুলিশকে ধরার জন্য ধাওয়া করে ক্ষিপ্ত জনতা । স্থানীয় সূত্রে জানা গেছে , এদিন এক লরি চালক ট্রাফিক সিগন্যাল ভেঙ্গে ভুল করে […]