শিলিগুড়ি , ৫ নভেম্বর : লক্ষাধিক টাকার সোনা সহ কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের আধিকারিকদের হাতে গ্রেপ্তার ২ |
পুলিশ সূত্রে জানা গিয়েছে , দুই ব্যক্তি ব্যাংকক থেকে ভুটান ফুলসিলিং বর্ডার এলাকা দিয়ে সোনা নিয়ে ভারতে প্রবেশ করে | সেখান থেকে আলিপুরদুয়ার হয়ে শিলিগুড়ি প্রবেশ করে । শিলিগুড়ি জংশন থেকে ট্রেনে করে সেই সমস্ত সোনা নিয়ে কলকাতায় পাচারের ছক কষেছিল অভিযুক্তরা । গোপন সূত্রের খবরের ভিত্তিতে গতকাল কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা শিলিগুড়ি জংশন স্টেশনে অভিযান চালিয়ে হাতেনাতে গ্রেপ্তার করে সেই দু’জন ব্যক্তিকে ।
ধৃতদের কাছ থেকে উদ্ধার হওয়া সোনার আনুমানিক ওজন ১০০০ গ্রাম । উদ্ধার হওয়া সোনার আনুমানিক বাজার মূল্য ৬১ লাখ ১১ হাজার টাকা। ধৃতদের নাম আমজাদ খান ও ফুব তেসরিং | আজ ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা । পাশাপাশি এই সোনা পাচার চক্রের সঙ্গে আরও কারা জড়িত রয়েছে সে বিষয়েও তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব দপ্তরের আধিকারিকরা।