শিলিগুড়ি , ২৫ মে : কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব দপ্তরের বড় সাফল্য কোটি টাকার সোনা সহ গ্রেপ্তার ৩।
গোপন সূত্রে খবরের ভিত্তিতে কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব দপ্তরের আধিকারিকরা পানিকৌরি টোল প্লাজা এলাকায় একটি ছোট চার চাকা গাড়ি আটক করে গাড়িটিতে তল্লাশি চালানো মাত্রই গাড়িতে থাকা দু’জনের জুতোর সোলের ভিতর থেকে বেরিয়ে আসে দু’কিলো সোনা । উদ্ধার হওয়া সোনার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ২০ লক্ষ ৪৪ হাজার টাকা।
গোরখপুরে পাচারের উদ্দেশ্যে রওনা হয়েছিল পাচারকারীরা তার আগেই কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব দপ্তরের আধিকারিকরা পানিকৌড়ি টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে সোনা সহ হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয় ধৃতদের । ধৃতদের নাম অলোক কুমার , অজয় গুপ্তা ও সারবান কাঁসাউধান।
কেন্দ্রীয় গোয়েন্দা রাজস্ব দপ্তরের পক্ষ থেকে ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হলে বিচারপতি ধৃতদের আগামী সোমবার পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন । এই কেসের পরবর্তী শুনানি রয়েছে আগামী সোমবার ।