October 30, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ ঘটনা

Court : প্রায় ৮৭ লাখ টাকার সোনা সহ গ্রেপ্তার , জামিন ধৃতের

শিলিগুড়ি , ১৭ জুলাই : প্রায় ৮৭ লাখ টাকার সোনা সহ গ্রেপ্তার এক জন | কেন্দ্রীয় রাজস্ব দপ্তরের কর্মীরা গ্রেপ্তার করে তাকে | দিনহাটা থেকে বাংলাদেশে সোনা পাচারের খবর পেয়েছিলেন কেন্দ্রীয় রাজস্ব দপ্তরের আধিকারিকরা । গোপন তথ্যের ভিত্তিতে , একটি বাইকের ডিকি থেকে প্রায় 87 লক্ষ টাকার সোনা জব্দ করা হয় । গ্রেপ্তার করা হয় বাইক চালক নাম
জাহাঙ্গীর প্রামাণিক (৪৫) কে | ধৃত দিনহাটার দক্ষিণ দিঘলটারীর বাসিন্দা ।
আজ তাকে আদালতে পেশ করা হয় ।

অন্যদিকে অভিযুক্তের আইনজীবী অখিল বিশ্বাস বলেন , বিদেশি সোনা চোরাচালানের অভিযোগে তার মক্কেলের বিরুদ্ধে আদালতে যথাযথ প্রমাণ দেওয়া হয়নি । আদালত ধৃতের জামিন মঞ্জুর করেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *