Khabar Samay Bangla Blog অপরাধ Crime : বিপুল পরিমাণ মাদক পদার্থ সহ গ্রেপ্তার
অপরাধ

Crime : বিপুল পরিমাণ মাদক পদার্থ সহ গ্রেপ্তার

শিলিগুড়ি , ১৬ ফেব্রুয়ারী : হাত বদলের আগেই বিপুল পরিমাণ মাদক পদার্থ সহ এক যুবককে গ্রেপ্তার করল মাটিগাড়া থানার পুলিশ । শনিবার গভীর রাতে মাটিগাড়া থানার অন্তর্গত একটি আবাসনের সামনে থেকে ওই যুবককে হাতেনাতে গ্রেপ্তার করে মাটিগাড়া থানার পুলিশ । ধৃতের নাম তপন শীল । মাটিগাড়ার পাঁচকেলগুড়ির বাসিন্দা ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে , ওই যুবক দীর্ঘদিন ধরেই মাদক কারবারের সঙ্গে জড়িত ছিল । এদিন পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে মাদক এনে হাত বদলের উদ্যেশ্যে ওই যুবক দাঁড়িয়ে আছে । ওই এলাকায় অভিযান চালায় মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিশ ।

সন্দেহভাজন ওই যুবককে জেরা করে তল্লাশি চালাতেই তার কাছ থেকে মোট ৮৩ গ্রাম মাদক উদ্ধার হয় । আজ ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় । এই চক্রে আরও কারা জড়িত রয়েছে তার তদন্ত শুরু করেছে মাটিগাড়া থানার পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version