শিলিগুড়ি , ৩১ ডিসেম্বর : শিলিগুড়িতে বিপুল পরিমাণ বেআইনি সিকিমের মদ উদ্ধার |
বর্ষ বিদায় ও বর্ষবরণের আগে শিলিগুড়িতে বেআইনি মদের কারবার রুখতে বড়সড় সাফল্য পুলিশ । মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ভক্তিনগর থানার অ্যান্টি ক্রাইম উইং সিকিম থেকে আসা একটি ট্রাক আটক করে ।
ট্রাকটি থেকে কয়েক লক্ষ টাকার বিদেশি মদ উদ্ধার হয়েছে । ঘটনায় ট্রাক চালক অভিষেক বিশ্বকর্মাকে গ্রেপ্তার করা হয়েছে । উদ্ধার হওয়া মদ কোথায় মজুত করা হতো এবং কোন কোন বার ও পাবে বিক্রি করা হতো , তা খতিয়ে দেখছে পুলিশ । ধৃতকে বুধবার জলপাইগুড়ি আদালতে পেশ করা হবে ।
