শিলিগুড়ি , ৩০ ডিসেম্বর : SIR যাচাইকে কেন্দ্র করে রামকৃষ্ণ বেদান্ত আশ্রমের এক মহারাজ কে শিলিগুড়ির এসডিও দপ্তর থেকে নোটিস পাঠানো হয়েছে | যা নিয়ে বিতর্ক শুরু হয়েছে।
আশ্রমের রাঘবানন্দ মহারাজ জানান , রামকৃষ্ণ মঠের দীক্ষিত ভিক্ষুরা প্রকৃত পিতামাতার নাম ব্যবহার করেন না | দীক্ষার পর পিতার নাম ‘রামকৃষ্ণ দেব’ ও মাতার নাম ‘মা সারদা’ ব্যবহার করা হয় , যা তাদের পাসপোর্টেও নথিভুক্ত রয়েছে ।
এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের বেদব্রত দত্ত অভিযোগ করেন , SIR এর নামে ভিক্ষুদের পরিচয় লঙ্ঘিত হচ্ছে ।
অন্যদিকে বিজেপি আইটি সেলের ইনচার্জ দীপঙ্কর কুণ্ডু বলেন , SIR একটি প্রশাসনিক প্রক্রিয়া এবং নজরে পড়া সকলের ক্ষেত্রেই নথি যাচাই প্রযোজ্য।
