Khabar Samay Bangla Blog উত্তরবঙ্গ Rally : এস আই আর বিরোধী আন্দোলনে কংগ্রেস
উত্তরবঙ্গ রাজনীতি

Rally : এস আই আর বিরোধী আন্দোলনে কংগ্রেস

শিলিগুড়ি , ৬ সেপ্টেম্বর : রাহুল গান্ধির ডাকে দেশ জুড়ে এস আই আর বিরোধী আন্দোলনে নেমেছে কংগ্রেস । সম্প্রতি বিহারে এই ইস্যুতে আয়োজিত প্রতিবাদ মিছিলে নিজেই পা মিলিয়েছেন রাহুল গান্ধী । শনিবার সেই সূত্র ধরে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস ও দার্জিলিং জেলা কংগ্রেসের উদ্যোগে শিলিগুড়িতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় ।

শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ ধরে শিলিগুড়ির মহকুমা শাসকের দপ্তরে গিয়ে শেষ হয় এই মিছিল। আজ এই মিছিলের নেতৃত্বে ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার ও দার্জিলিং জেলা সভাপতি সুবীন ভৌমিক। উপস্থিত ছিলেন কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্বও । উত্তরবঙ্গের অন্যান্য জেলার নেতারাও শিলিগুড়ির মিছিলে যোগ দেন।

প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকার বলেন , কংগ্রেস সাধারণ মানুষের পাশে রয়েছে । কেন্দ্রের মোদী সরকার অসাংবিধানিক এস আর আই চালু করেছে । নির্বাচন কমিশনের সঙ্গে আঁতাত করে ভোট চুরির চেষ্টা চলছে । এস আই আর , এন আর সি করে ধর্মীয় মেরুকরণের মধ্য দিয়ে বাংলার মানুষকে ভয় দেখাতে চাইছে কেন্দ্র ও রাজ্য সরকার। তার প্রতিবাদেই তাদের লড়াই ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version