Khabar Samay Bangla Blog উত্তরবঙ্গ SSC : দীর্ঘ প্রতীক্ষার চাকরির লড়াই সফল হবে মত SSC পরীক্ষার্থীদের
উত্তরবঙ্গ ঘটনা

SSC : দীর্ঘ প্রতীক্ষার চাকরির লড়াই সফল হবে মত SSC পরীক্ষার্থীদের

শিলিগুড়ি , ৭ সেপ্টেম্বর : রাজ্যে ফের অনুষ্ঠিত হল স্কুল সার্ভিস কমিশন এর (এসএসসি) পরীক্ষা । নয় বছর পর এই পরীক্ষার আয়োজন হওয়ায় উৎসাহ ও উত্তেজনার ছবি ধরা পড়ল শিলিগুড়ি সহ একাধিক পরীক্ষা কেন্দ্রে ।

রবিবার সকাল থেকেই শহরের ১৬ টি কেন্দ্রে ভিড় করেন হাজার হাজার পরীক্ষার্থী । কেন্দ্রের বাইরে ছিল কড়া নিরাপত্তা। মোতায়েন ছিল পুলিশ বাহিনী , ব্যবহার করা হয় মেটাল ডিটেক্টর। পরীক্ষার্থীদের পরিচয়পত্র খুঁটিয়ে যাচাইয়ের পরেই প্রবেশের অনুমতি মিলেছে । এমনকি বাইরে অভিভাবকদের উপরেও ছিল পুলিশের নজরদারি | যাতে কোনওরকম বিশৃঙ্খলা বা অনিয়ম না ঘটে ।

পরীক্ষাকেন্দ্রগুলির ভেতরে বসানো হয়েছিল সিসিটিভি ক্যামেরা এবং দায়িত্বে ছিলেন শিক্ষক-শিক্ষিকারা । প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা সকাল থেকে পরিদর্শন চালান বিভিন্ন কেন্দ্রে ।

তবে পরীক্ষা শেষে ভিন্ন ভিন্ন সুর শোনা গেল পরীক্ষার্থীদের গলায় । কেউ অভিযোগ করলেন , পর্যাপ্ত নিরাপত্তা কাঠামো ও সুযোগ-সুবিধার অভাব ছিল।

আবার অনেকেই বললেন , প্রশ্নপত্র মানসম্মত হয়েছে, পরীক্ষা ভালো হয়েছে ।

বিশেষ করে উত্তর প্রদেশ ও রাজস্থান থেকে আসা পরীক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেছেন। তাদের বক্তব্য, বহু বছর ধরে নিজেদের রাজ্যে এই পরীক্ষা হচ্ছে না , তাই বাংলাতেই ভরসা রাখতে হচ্ছে । যদিও দুর্নীতি প্রসঙ্গ উত্থাপন করেছেন কেউ কেউ , তবু চাকরির সম্ভাবনা থাকায় ভিনরাজ্যের পরীক্ষার্থীরা বাংলার উপরই আস্থা রাখছেন ।

ন’ বছর পর পুনরায় এসএসসি পরীক্ষা শুরু হওয়ায় একদিকে যেমন স্বস্তি , তেমনই পরীক্ষার্থীদের আশা এবার তাদের দীর্ঘ প্রতীক্ষার চাকরির লড়াই সফল হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version