Khabar Samay Bangla Blog অপরাধ Crime : ব্রাউন সুগার সহ গ্রেপ্তার
অপরাধ

Crime : ব্রাউন সুগার সহ গ্রেপ্তার

শিলিগুড়ি , ১ মার্চ : খড়িবাড়ির বাংলা-বিহার সীমান্ত সংলগ্ন এলাকায় ব্রাউন সুগার সহ গ্রেপ্তার এক মাদক কারবারী । উদ্ধার হয়েছে প্রায় ২০৩ গ্রাম ব্রাউন সুগার। ধৃতের নাম মহম্মদ আফান (২২)। বিহারের কিষাণগঞ্জের বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে , এসএসবির ৪১ নম্বর ব্যাটালিয়ানের জওয়ানরা খড়িবাড়ির ৩২৭ নং জাতীয় সড়কের বাঞ্চাভিটা এলাকায় অভিযান চালিয়ে এই সাফল্য পায়। ধৃত যুবক বিহার থেকে মাদক বিক্রি করতে এসেছিল । সেই সময় যুবককে আটক করে তল্লাশি চালানো হয় । যুবকের কাছ থেকে উদ্ধার হয় ২০৩ গ্রাম ব্রাউন সুগার । পরে আটক যুবককে খড়িবাড়ি থানা পুলিশের হাতে তুলে দেয় এসএসবি ।

পুলিশ সূত্রে খবর , উদ্ধার হওয়া ব্রাউন সুগারের বাজার মূল্য লক্ষাধিক টাকা । ধৃত যুবককে আজ শিলিগুড়ি আদালতে তোলা হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version