September 16, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ উত্তরবঙ্গ

Belakoba : টায়ার ভর্তি গাড়ির নিচ থেকে উদ্ধার হল লক্ষাধিক টাকার কাঠ

শিলিগুড়ি , ২৪ ডিসেম্বর : মিষ্টি কুমড়োর পর এবার টায়ার ভর্তি গাড়ির নিচ থেকে উদ্ধার হল লক্ষাধিক টাকার বার্মা কাঠ । লাগাতর অভিযান জারি রয়েছে বেলাকবা বন দপ্তরের ।

শনিবার ভোররাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে বেলাকোবা রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি বাইপাস এলাকা থেকে টায়ার ভর্তি একটি ১৪ চাকার লরি আটক করে বন দপ্তরের কর্মীরা । আর সেই গাড়িতেই টায়ারের নিচেই ছিল প্রচুর বার্মা কাঠ ।

গৌহাটি থেকে কলকাতায় পাচার করা হচ্ছিল কাঠ গুলি । এই ঘটনায় গাড়ির চালক ও সহকারী চালককে গ্রেপ্তার করেছে বন দপ্তর । ধৃতরা হল জিতেন্দ্র কুমার ও ভোলা রায় | দু’জনেই বিহারের বাসিন্দা বলে জানা গেছে । উদ্ধার হওয়া কাঠের মূল্য প্রায় ৫০ লক্ষ টাকা । ধৃতদের আগামীকাল জলপাইগুড়ি আদালতে তোলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *