শিলিগুড়ি , ১৩ এপ্রিল : শিলিগুড়ির জলপাইমোড় থেকে উদ্ধার হল জীবন্ত প্যাঙ্গোলিন । বুধবার সন্ধ্যায় দুই ব্যক্তি একটি বিলুপ্ত প্রায় প্যাঙ্গোলিন নিয়ে পাচারের উদ্দেশ্যে শিলিগুড়ির জলপাইমোড় এলাকায় দাঁড়িয়েছিল ।
গোপন সূত্রের খবরের ভিত্তিতে বৈকুন্ঠপুর ফরেস্ট ডিভিশনের বেলাকোবা বনদপ্তরের কর্মীরা , ওই দুই ব্যক্তিকে আটক করে তাদের কাছ তল্লাশি চালিয়ে উদ্ধার করে বিলুপ্ত প্রায় ওই প্যাঙ্গোলিন । এর পরেই ২ জনকে গ্রেফতার করে বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা। ধৃতদের নাম নন্দু মুখিয়া ও অমৃত প্রধান । দুই জনই দার্জিলিংয়ে বাসিন্দা বলে জানা গিয়েছে ।
বনদফতর সূত্রে জানা গিয়েছে , জীবন্ত প্যাঙ্গোলিন শিলিগুড়ি হয়ে নেপালে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল ধৃতরা । সেই সময় বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা অভিযান চালিয়ে প্যাঙ্গোলিন সহ দুইজনকে গ্রেফতার করে । ধৃতদের আজ জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হয়।