October 11, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ উত্তরবঙ্গ

Court : ছেলে সহ এক পাকিস্তানি মহিলা গ্রেপ্তার

শিলিগুড়ি , ১৬ নভেম্বর : ভিসা ছাড়া ভারতে ঢুকে পড়ায় ভারত নেপাল সীমান্তের পানিট্যাঙ্কিতে ছেলে সহ এক পাকিস্তানি মহিলাকে গ্রেপ্তার করল খড়িবাড়ি পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে , ধৃতদের নাম শায়েস্তা হানিফ (৬৩) ও তার ছেলে মহম্মদ আরিয়ান (১২)। তারা পাকিস্তানের করাচির বাসিন্দা ।


বুধবার নেপাল থেকে হেঁটে মেচি সেতু দিয়ে ভারতে প্রবেশের সময় সীমান্তে মোতায়েন এসএসবি জওয়ানরা তাদের আটক করে । এসএসবি ধৃতদের তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে পাকিস্তানি পাসপোর্ট ও পরিচয় পত্র উদ্ধার করে । তাদের কাছে ভারতে ঢোকার কোনও ভিসা ছিল না । এদিন সন্ধ্যায় এসএসবি পাকিস্তানি মা ও ছেলেকে খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেয়। এরপরই পুলিশ তাদের গ্রেপ্তার করে ।

বৃহস্পতিবার ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয় । তদন্তের স্বার্থে ধৃতদের ৭ দিনের পুলিশ হেপাজতের জন্য আবেদন করবে খড়িবাড়ি পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *