September 16, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ

Border : বাংলাদেশী সন্দেহে যুবক গ্রেপ্তার

শিলিগুড়ি , ২৭ মে : বাংলাদেশী সন্দেহে এক যুবককে হাতেনাতে ধরল এলাকার স্থানীয় বাসিন্দারা । এদিন ঘটনাটি ঘটে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্তের বন্দরগছ এলাকায় । সূত্রের খবর ওই যুবক ভোর থেকেই এলাকায় ঘোরাঘুরি করছিল। এরপরে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয় তাকে আটক করে । জিজ্ঞাসাবাদ করতে থাকে তাকে কিন্তু কোনোরকম কথা সেই যুবকের মুখ থেকে বের করতে পারছিল না বাসিন্দারা ।

এরপরে খবর দেওয়া হয় ফাঁসিদেওয়া থানার পুলিশকে । পুলিশ এসে ওই যুবককে ফাঁসিদেওয়া থানায় নিয়ে যাওয়া হয় । তবে সে বাংলাদেশের বাসিন্দা নাকি ভারতের বাসিন্দা তা এখনও বোঝা সম্ভব হয়ে ওঠেনি । তবে সেই যুবককে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ফাঁসিদেওয়া থানার পুলিশ । যদি সে বাংলাদেশের বাসিন্দা হয়ে থাকে তবে কি কারণে ওপার থেকে ভারতে প্রবেশ করেছে ঘটনার তদন্ত চলছে ।

কি কারনে সে এসেছে তবে স্থানীয় বাসিন্দা আকাশ সিংহ জানান , যেহেতু ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটাতার বিহীন রয়েছে । স্থানীয় বাসিন্দারা পুলিশের হাতে তুলে দেয় তাকে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *