September 16, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ

Malda : মজুত করা আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিশ

 মালদা , ১৫ ডিসেম্বর : পঞ্চায়েত নির্বাচনের আগে বড় সাফল্য মালদার ভূতনি থানা পুলিশের । মজুত করা আগ্নেয়াস্ত্র ও আট রাউন্ড কার্তুজ উদ্ধার করল পুলিশ । ঝাড়খন্ড সংলগ্ন ভুতনি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালালে এই অস্ত্র উদ্ধার করে । তিনটি অত্যাধুনিক পাইপগান সহ আট রাউন্ড কার্তুজ ভুতনী থানা এলাকার গদাইচরে লুকানো ছিল ।

এই অস্ত্র মজুত রাখার অপরাধে দুই জনকে গ্রেপ্তার করেছে ভুতনী থানার পুলিশ । ধৃতদের নাম রাজেন্দর মাহাতো ও রামসুরাত মাহাতো ।  তাদের আজ মালদা জেলা আদালতে তোলা হয় । অভিযুক্তদের জেরা শুরু করেছে পুলিশ । আরও অস্ত্র মজুত রয়েছে কিনা তার খোঁজ করছে পুলিশ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *