May 27, 2025
Sevoke Road, Siliguri
ঘটনা

Tista : তিস্তাপল্লীর পরিস্থিতি ক্ষতিয়ে দেখলেন মেয়র

শিলিগুড়ি , ২৬ মে : গত বছর নদী ভাঙনে গোটা গ্রাম চলে গিয়েছিল তিস্তার গ্রাসে । মুখ্যমন্ত্রীর উদ্যোগে নদী ভাঙনে ঘরহারা ১৩১ জন গ্রামবাসীদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়। মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে থাকাকালীন ওই ১৩১ টি পরিবারের হাতে পাট্টা তুলে দেন । মাজুয়া বস্তিতে পুনর্বাসন পাওয়া ওই ১৩১ টি পরিবারের গ্রামটির নাম তিস্তাপল্লী নাম দেন মুখ্যমন্ত্রী। আর সোমবার ওই গ্রামের পরিস্থিতি ক্ষতিয়ে দেখতে যান শিলিগুড়ির মেয়র গৌতম দেব।


গতবছর অক্টোবর মাসে শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম ১ গ্রাম পঞ্চায়েতের লালটং চমকডাঙ্গি গ্রাম তিস্তার গ্রাসে চলে যায় । খুব দ্রুত ওই ঘরহারাদের রাজ্যের বাংলার বাড়ি প্রকল্পে নিজস্ব বাড়ি তৈরি করে দেওয়া হবে। এমনকি আগামী মাসের মধ্যে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়া হবে । মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকার দ্রুত উদ্যোগ নিয়ে পুনর্বাসনের ব্যবস্থা করায় খুশি গ্রামবাসীরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *