শিলিগুড়ি , ১৬ এপ্রিল : উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের পি এম আর বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রীকে মৌখিকভাবে অভব্য আচরণ এবং মানসিক হেনস্থার অভিযোগ উঠল প্রতাপ নন্দীর বিরুদ্ধে । এই অভিযোগ কে সামনে রেখে আজ বিক্ষোভ দেখায় পি এম আর বিভাগের পড়ুয়ারা । পি এম আর বিভাগের এক ছাত্রীকে নিয়মিত এমন নির্যাতনের শিকার হতে হচ্ছে বলে অভিযোগ উঠছে বারবার । এর আগেও ওই ছাত্রী এই অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন | এমনকি এন্টি ্যাগিং কমিটিকে সমস্ত বিষয়টি জানিয়েছিলেন।
কিন্তু কোন সুরাহা হয়নি বরং আরও বেশি করে ওই ছাত্রীকে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ | এমনকি তাকে তার বিভাগে রোগী দেখতে বাধা দেওয়া হচ্ছে তাকে তার কাজ করতে দেওয়া হচ্ছে না এমনই অভিযোগ জানিয়েছেন ওই ছাত্রী ।
আজ এ নিয়ে বিক্ষোভ কর্মসূচিতে মেডিকেল কলেজে আসা পি এম আর বিভাগের রোগীদের ফেরত পাঠানো হয়।
যদিও এ ব্যাপারে পি এম আর বিভাগের প্রধান ডাক্তার পার্থপ্রতিম পান জানিয়েছেন তিনি বিষয়টিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।
সকাল থেকে আজ ওই বিভাগে দফায় দফায় বিক্ষোভের জেরে সমস্যায় পড়তে হয়েছে রোগীদের | তরে যাতে এই সমস্যা তাড়াতাড়ি মিটে যায় সে কারণে পড়ুয়াদের সঙ্গে আলোচনায় বসবেন সংশ্লিষ্ট বিভাগের প্রধান এমনটাই জানিয়েছেন।
অন্যদিকে তবে এই বিষয়টি নিয়ে প্রতাপ নন্দীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাওয়া যায়নি ।