Khabar Samay Bangla Blog রাজনীতি University : পরীক্ষা পরিচালনায় দুর্নীতির অভিযোগ
রাজনীতি

University : পরীক্ষা পরিচালনায় দুর্নীতির অভিযোগ

শিলিগুড়ি , ১৭ ডিসেম্বর : উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে SET পরীক্ষা পরিচালনায় দুর্নীতির অভিযোগ তুলে প্রতিবাদে সরব হল DYFI । মঙ্গলবার DYFI জেলা দফতর থেকে ধিক্কার মিছিল শুরু হয়ে হাসমিচকে এসে পৌঁছায় । সেখানে সংগঠনের কর্মী সমর্থকরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখান।

বিক্ষোভকারীদের অভিযোগ , SET পরীক্ষায় চরম অনিয়ম ও দুর্নীতি হয়েছে | যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থাকে কলুষিত করছে । এই ঘটনার জন্য বিশ্ববিদ্যালয় দায়ী বলে দাবি DYFI-এর । তাদের স্পষ্ট বক্তব্য , অবিলম্বে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের রেজিস্টারকে অপসারণ করতে হবে ।

পথ অবরোধের জেরে কিছু সময় যান চলাচল ব্যহত হয় । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ । পরে আশ্বাসের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে । DYFI নেতৃত্ব জানিয়েছে , দাবি মানা না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে যাবে সংগঠন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version