Khabar Samay Bangla Blog অপরাধ Crime : গ্রেপ্তার ৫ দুষ্কৃতী , পেশ আদালতে
অপরাধ

Crime : গ্রেপ্তার ৫ দুষ্কৃতী , পেশ আদালতে

শিলিগুড়ি , ২৯ অগাস্ট : শিলিগুড়ি শহরে অপরাধমূলক ঘটনা ঘটানোর আগেই প্রধান নগর থানার পুলিশের হাতে গ্রেপ্তার ৫ দুষ্কৃতী ।
ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে অপরাধমূলক কাজে ব্যবহারের জন্য একাধিক যন্ত্রপাতি।


প্রধান নগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ,গতকাল রাতে প্রধান নগর থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে , ডিআরআই কলোনি এলাকায় ১০ থেকে ১২ জনের একটি দল জড়ো হয়ে অপরাধ মূলক কাজ সংগঠিত করার ছক করছে ।
গোপন সূত্রে এই খবর পাওয়া মাত্রই অভিযান চালায় প্রধান নগর থানার এন্টি ক্রাইম উইং ।


তবে পুলিশের অভিযানের আঁচ পেয়ে বেশ কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হলেও পাঁচ জনকে ধরে ফেলে প্রধাননগর থানার অ্যান্টি ক্রাইম উইং এর পুলিশ।
ধৃতদের নাম রাজা সরকার , মহম্মদ মমতাজ , মিঠুন সিংহ , রাহুল সিংহ এবং সোণাম শেরপা।
ধৃতদের আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version