Khabar Samay Bangla Blog উত্তরবঙ্গ School : জলের তলায় ফুলবাড়ি হাই স্কুলের মাঠ !
উত্তরবঙ্গ ঘটনা

School : জলের তলায় ফুলবাড়ি হাই স্কুলের মাঠ !

শিলিগুড়ি , ২৯ অগাস্ট : জলের তলায় ফুলবাড়ি হাই স্কুলের মাঠ , চরম ভোগান্তির মাঝে ছাত্র-ছাত্রীরা জুতো হাতে নিয়ে প্রায় এক হাঁটু জল পেরিয়ে স্কুলে প্রবেশ করছে । এ বিষয়ে স্থানীয়রা বলেন লাগাতার বৃষ্টির ফলে ফুলবাড়ি হাই স্কুলের জলমগ্ন অবস্থা হয়েছে । তবে এটি প্রথমবার নয় , দীর্ঘদিন যাবত এই জল জমা জল নিকাশি সমস্যা রয়েছে ফুলবাড়ী হাই স্কুলে।

যদিও এরই মাঝে শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির অধীনে প্রায় কোটি টাকা দিয়ে স্কুল সংস্কার সহ স্কুলের মাঠ সংস্কার এবং জল নিকাশীর ব্যবস্থার জন্য স্কুলের মাঠে চারিদিকে ড্রেনের কাজ করা হয়েছিল । তাতেও সেই জল নিকাশীর সমস্যা মেটেনি , অভিযোগ স্থানীয়দের।

এ বিষয়ে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অভিষেক রায় বলেন জল নিকাশির সমস্যা ছিল বহুদিন থেকে তবে সরকারিভাবে স্কুলের কাজের পর থেকে স্কুলের জল জমা অনেকটাই কমেছে । গতকাল থেকে প্রবল বৃষ্টির ফলেই কিছুটা জলস্তর বেড়ে গিয়েছে এবং সেই জলস্তর কমিয়ে আনার জন্য ইতিমধ্যেই স্কুলের পিছনে দেওয়াল ভেঙে ফুটো করে সেই জল নিকাশের ব্যবস্থা করা হচ্ছে |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version