December 12, 2024
Sevoke Road, Siliguri
ঘটনা

Accident : দুর্ঘটনায় যুবকের মৃত্যু , ট্রাকে আগুন

শিলিগুড়ি , ১১ ফেব্রুয়ারী : শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি থানার অন্তর্গত গাটপাড়া এলাকায় একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক যুবকের | গুরুতর আহত হয়েছেন আরও দুই যুবক । ঘটনার পরেই ঘাতক ট্রাকটিতে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা । পুলিশ বাধা দেবার চেষ্টা করলে পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোঁড়া হয় বলে অভিযোগ |

এই ঘটনায় ২ পুলিশ কর্মী ও অল্পবিস্তর আহত হয়েছেন । ঘটনাকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়ায় ওই এলাকায় । শনিবার সকালে একটি মোটর বাইকে করে তিনজন যুবক ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন । সেই সময়ে উল্টো দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয় | এর জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় এক যুবকের ।

গুরুতর আহত আরও দুই যুবককে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ এবং স্থানীয়রা । তবে তারপরেই ক্রমশ উত্তেজনা সৃষ্টি হয় ওই এলাকাতে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *