শিলিগুড়ি , ১ এপ্রিল : শিলিগুড়িতে পৌঁছেই জলপাইগুড়ির ঝড়ে আহত দুই শিশুকে দেখতে আসলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় । সোমবার দুপুরে তিনি কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন। সেখান থেকে সড়কপথে শিলিগুড়ির এসএফ রোডের নার্সিংহোমে যান। সেই বেসরকারি নার্সিংহোমে রোহিত রায় ( ১৪) ও পিহু রায় ( আড়াই বছর) নামে দুই শিশুর সঙ্গে দেখা করেন।
এদিকে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে প্রধানমন্ত্রী থেকে বিজেপি নেতৃত্বদের একহাত নেন । বিশেষ করে আক্রমণ শানেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে । এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন , “আমরা কোন রাজনীতি করতে চাই না। সবাইকে একজোট হয়ে প্রাকৃতিক বিপর্যয়ে দুর্গতদের পাশে দাঁড়াতে হবে। এখন বিজেপি রাজনীতি করতে চাইছে । মুখ্যমন্ত্রী নিজে মাঝরাতে সেখানে পৌঁছে সবার পাশে দাঁড়িয়েছেন । কিন্তু বিজেপি নেতা , জনপ্রতিনিধিদের দেখা মেলেনি । তারা রাজনীতি করছেন।”