May 12, 2025
Sevoke Road, Siliguri
ঘটনা

Ward : সম্প্রীতি বজায় রাখার আবেদন ভুল বোঝাবুঝি মিটিয়ে

শিলিগুড়ি , ১২ মে : সম্প্রতি এনটিএস মোড়ের কতিপয় ব‍্যবসায়ী তাদের দোকানে হামলার প্রতিবাদে বিচারের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান । এরপর গন্ডোগল আরও বাড়ে এনটিএস মোড় সংলগ্ন ২৮ নম্বর ওর্য়াডের কিছু যুবকের নামে পুলিশের কাছে অভিযোগ করলে । তার বিরূপ প্রভাব যাতে শহরবাসীর ওপর না পরে সেই জন‍্য ২৮ নম্বর ওর্য়াড কমিটি শিলিগুড়ি দেশবন্ধুপাড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও শিলিগুড়ি বৃহত্তর খুচরা ব‍্যবসায়ী সমিতি আলোচনায় বসে | সঠিক সমাধানের জন‍্য সবার সঙ্গে কথা বলেন ।

আলোচনার পর উভয় পক্ষকে নিয়ে সাংবাদিক বৈঠক করে দেশবন্ধুপাড়া ব‍্যবসায়ী সংগঠন | সংগঠনের সম্পাদক শুভ্র ব‍্যানার্জি , ২৮ নম্বর ওর্য়াডে কাউন্সিলর সম্প্রীতা দাস , শিলিগুড়ি বৃহত্তর খুচরা ব‍্যবসায়ী সমিতির সম্পাদক বিপ্লব কুমার মোহরী এলাকাবাসীদের পক্ষে বাবলি জানান ভুল বোঝাবুঝির পর এলাকাবাসী ও ব‍্যবসায়ীরা সঠিকভাবে মিলেমিশে থাকার বার্তা দেন।

শিলিগুড়ি ব‍্যবসায়ীদের পক্ষে বিপ্লব কুমার মোহরি জানান , এনটিএস মোড়ের ব‍্যবসায়ী , ২৮ নম্বর ওর্য়াড কমিটি ও স্থানীয় বাসিন্দাদের নিয়ে একটি কমিটি গঠন করে আগামী দিনের রুপরেখা তৈরি করা হবে । যাতে এনটিএস মোড়ের ব‍্যবসায়ীদের একাগ্রতা অক্ষুন্ন থাকে |
ওর্য়াড কাউন্সিলর সম্পীতা দাস সম্প্রীতি বজায় রাখার আবেদন জানান সকলকে |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *