শিলিগুড়ি , ৮ মে : অক্ষয় তৃতীয়ার দিনে মাদানী বাজার সংলগ্ন এলাকায় এক মিষ্টি ব্যবসায়ীকে কুপিয়ে খুন করার অভিযোগ ওঠে বিক্রম সরকার নামে এক ব্যক্তির ওপর |
স্থানীয় সূত্রে জানা যায় , সেদিন দুপুরে এক শিশুকে মারধর করছিল অভিযুক্ত । প্রতিবাদ করতে গেলে বিদ্যুৎ দাস নামে এক মিষ্টি ব্যবসায়ীর উপর ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় অভিযুক্ত বিক্রম । গুরুতর আহত অবস্থায় বিদ্যুৎবাবুকে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় এনজেপি থানার পুলিশ ।
এবার অভিযুক্ত বিক্রম সরকারের কঠোর শাস্তির দাবিতে সরব হন স্থানীয় ব্যাবসায়ী ও বাসিন্দারা । শুক্রবার সেই দাবিতে থানার আইসিকে স্মারকলিপি প্রদান করে তারা ।