December 3, 2024
Sevoke Road, Siliguri
অপরাধ

Crime : হাসপাতালে চিকিৎসাধীন কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দি পলাতক !

জলপাইগুড়ি , ২০ নভেম্বর : জলপাইগুড়ি মেডিকেল কলেজে ও হাসপাতালের অধীন সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দি পালিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য । ঘটনাটি গতকাল ভোরের | হাসপাতালের বিছানা গোছানো রয়েছে | এদিকে বন্দী লাপাতা | উঠছে নিরাপত্তা নিয়েও প্রশ্ন |

আলয় বিশ্বাস ( আনুমানিক ৩৫ ) জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারের বন্দী | মঙ্গলবার ভোর ৪ টা নাগাদ জলপাইগুড়ি মেডিকেল ও কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পালিয়ে যায়। পকসো মামলার আসামি ছিল সে । জলপাইগুড়ি জেলার শিলিগুড়ি লাগোয়া ভক্তিনগর থানা এলাকায় বাসিন্দা বলে জানা গেছে ।

মাস ছয়েক হল সে কেন্দ্রীয় সংশোধনাগারে রয়েছে । জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতাল সুপার স্পেশালিটি হাসপাতালের মেল সার্জিক্যালে ভর্তি ছিল । হার্নিয়া অপারেশনের কারণে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিল । কর্তব্যরত দু’জন সংশোধনাগারের পুলিশের পাশাপাশি হাসপাতালে নিরাপত্তা কর্মী এবং অন্যান্য পুলিশ কর্মীদের চোখে ধুলো দিয়ে চিকিৎসাধীন অবস্থায় কি করে বন্দী পালিয়ে গেল প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে ।

ঘটনার তদন্ত শুরু হয়েছে । সংশোধনাগার এবং হাসপাতাল কর্তৃপক্ষ জলপাইগুড়ি কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে | যদিও জেল সুপার বিশ্বরুপ বিশ্বাস ঘটনা কথা স্বীকার করলেও ক্যামেরার সামনে কিছু বলতে চাননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *