November 21, 2024
Sevoke Road, Siliguri
রাজনীতি

Politics : শুভেন্দুর অভিযোগকে উড়িয়ে দিলেন গৌতম দেব

শিলিগুড়ি , ১২ এপ্রিল : ‘SJDA এর দুর্নীতিতে জড়িয়ে থাকায় গৌতম দেবকে জেলে থাকতে হতো ‘ সম্প্রতি একটি জনসভা মঞ্চে শিলিগুড়ি মেয়র গৌতম দেবকে উদ্দেশ্য করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের তীব্র নিন্দা করলেন মেয়র। সাংবাদিক বৈঠকে তিনি বলেন বিরোধী দলনেতা সম্পূর্ণ মিথ্যে কথা বলেছেন, তার ক্ষমা চাওয়া উচিত।

সম্প্রতি উত্তরবঙ্গে সফরে এসে সরাসরি গৌতম দেবের নাম নিয়ে এমন মন্তব্য করেছিলেন শুভেন্দু অধিকারী । এরই বিরোধিতায় শুক্রবার শিলিগুড়িতে একটি সাংবাদিক বৈঠক করেন মেয়র গৌতম দেব। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর এই দুর্নীতির মামলা নিয়ে তিনি যাদবপুর ইউনিভার্সিটিকে দিয়ে তদন্ত করিয়েছিলেন । তারা রিপোর্ট তৈরি করেছিল যেই রিপোর্টের ভিত্তিতে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছিল ।

২০১১ সাথে এই দুর্নীতির অভিযোগ আসে ও ২০১৩ সালে তিনি চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে এই ঘটনা নিয়ে তদন্ত করান। বিরোধী দলনেতা সম্পূর্ণ তথ্য না জেনে এ ধরনের মন্তব্য করেছেন।
এর পাশাপাশি শিলিগুড়ি গেট নিয়েও বিরোধী দলনেতা বলেন ওই গেট তৈরিতে মাত্র কুড়ি লক্ষ টাকা খরচ হয়েছে। এই বিষয়ে মেয়র বলেন যদি তার এমনই মনে হতো তাহলে সেই সময় তিনি এই প্রশ্ন কেন তোলেন নি ?

সেই কাজে তার দুর্নীতি মনে হলে পাবলিক একাউন্টস কমিটিকে দিয়ে তিনি সেই সময় কেন তদন্ত করান নি | কিংবা তথ্য জানতে চাননি। তিনি জনসাধারণের কাছে মিথ্যে কথা বলেছেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *