শিলিগুড়ি , ১২ ডিসেম্বর : পাহাড়ে অনীত থাপার জিটিএ ৫০০ রও বেশি শিক্ষক নিয়োগ করেছে । মাথা পিছু ১৫ লাখ ! পাহাড়ে শিক্ষক নিয়োগে দুর্নীতির তদন্তে সিবিআই এর দাবি শুভেন্দু অধিকারীর |
পাহাড়ে শিক্ষক নিয়োগে বড় দুর্নীতির অভিযোগ এবার শুভেন্দুর মুখে। এদিন শিলিগুড়িতে শুভেন্দু জানান , পাহাড়ে অনীত থাপার জিটিএ ৫০০ রও বেশি শিক্ষক নিয়োগ করেছে। কিন্তু এই নিয়োগ এসএসসির মাধ্যমে হয়নি। জিটিএ সরাসরি নিয়োগ করেছে । মাথা পিছু ১৫ লাখ করে টাকা নিয়ে এই নিয়োগ করা হয়েছে । এ নিয়ে সিবিআই তদন্ত দাবি করেন শুভেন্দু। তিনি বলেন উচ্চমাধ্যমিকে ৫০ শতাংশ নম্বর পাওয়ার নিয়ম , এসসিএসটি সংরক্ষণ , ইডব্লিউএস সংরক্ষণের নিয়ম মানা হয়নি। শিক্ষক নিয়মের প্রতিষ্ঠিত নিয়ম ভঙ্গ করা হয়েছে ।
পাশাপাশি কার্শিয়াংয়ের মিটিং থেকে মুখ্যমন্ত্রী অনীত থাপাকে ১৯২ জন শিক্ষক নিয়োগ করতে বলেছেন বলেও জানান শুভেন্দু | এই নিয়োগও পুরোপুরি কেলেঙ্কারি বলে দাবি করেন তিনি। পাহাড়ে উন্নয়নের জন্য যে ১২ টি জনজাতি বোর্ড গঠন করা হয়েছিল সেই বোর্ডগুলিও বর্তমানে অকেজো হয়ে পড়ে রয়েছে বলে অভিযোগ করেন শুভেন্দু। শুভেন্দু জানান , মকর সংক্রান্তির পরেই পাহাড়ে জোরদার আন্দোলনে নামবে বিজেপি । এই মর্মে পাহাড় বিজেপির সভাপতি কল্যাণ দেওয়ান-রাজু বিস্তারা প্রস্তুত আছেন ।