শিলিগুড়ি , ১ অক্টোবর : ইন্ডিয়া জোট নিয়ে রবিবার শিলিগুড়িতে বিরোধীদের আক্রমণ করলেন কেন্দ্রীয় নারী শিশুকল্যান ও সংখ্যালঘু সম্প্রদায় উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি । শিলিগুড়ি সংলগ্ন দাগাপুরে বিজেপির ট্রেড ইউনিয়ন রিলেশন সেলের তরফে এক জনসভায় বক্তব্য রাখেন তিনি । আর সেই জনসভার মঞ্চ থেকেই চা বাগান ইস্যু থেকে ইন্ডিয়া জোট , দিল্লিতে তৃণমূল কংগ্রেসের ধর্না থেকে রাজ্যের আইনশৃঙ্খলার প্রসঙ্গ তুলে তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।
মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উপলক্ষে প্রথমে শিলিগুড়ির তেনজিং নোরগে বাস টার্মিনাসে বাবা সাহেব আম্বেদকরের প্রতিকৃতি পরিস্কার করে স্বচ্ছতাই সেবা কর্মসূচীর সূচনা করেন এদিন স্মৃতি ইরানি। এরপর স্থানীয় এক চায়ের দোকানে দলীয় মন্ত্রী, সাংসদ ও বিধায়কদের নিয়ে চায়ে পে চর্চা ও করেন । চা বাগান শ্রমিক মহল্লায় পৌঁছে যান তিনি | কথা বলেন শ্রমিক পরিবারের সঙ্গে | পর দুপুরে জনসভায় যোগ দেন তিনি।