শিলিগুড়ি , ২৬ জুলাই : লোকালয় থেকে কিং কোবরা উদ্ধারে চাঞ্চল্য | বনদপ্তর এবং পরিবেশ কর্মীদের যৌথ প্রচেষ্টায় ময়নাগুড়ি রামশাই কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে একটি ১৫ ফুট লম্বা কিং কোবরা উদ্ধার করা হয়েছে।
বিজ্ঞান কেন্দ্রের কমপ্লেক্সের ভেতরে থাকা কৃষি জমিতে কাজ করছিলেন কর্মীরা। আচমকাই তারা ঝোপের ভেতর থেকে ফোঁস ফোঁস শব্দ শুনতে পান। এরপর ভাল করে লক্ষ্য করলে দেখতে পান একটি বিশাল সাপ কুন্ডলী পাকিয়ে ফনা উঁচিয়ে তাদের দিকে চেয়ে আছে।
দৃশ্য দেখে ভীমড়ি খাওয়ার মত অবস্থা কর্মীদেরক । কাজ ফেলে তারা ছুটে পালিয়ে যান। এরপর বিজ্ঞান কেন্দ্র থেকে খবর দেওয়া হয় রামশাই রেঞ্জ অফিসে।
খবর পেয়ে বনকর্মীরা সেখানে গিয়ে প্রথমে সাপটিকে পর্যবেক্ষণ করে বুঝতে পারেন এটি একটি পূর্ন বয়স্ক কিং কোবরা। এরপর তারা খবর দেন ময়নাগুড়ি পরিবেশ প্রেমী সংস্থার সম্পাদক নন্দু রায়কে।
খবর পেয়ে টিম নিয়ে দ্রুত পৌঁছে যায় নন্দু বাবু । এরপর তাদের যৌথ উদ্যোগে প্রায় দু ঘন্টার প্রচেষ্টায় কিং কোবরাটি উদ্ধার হয়।
ময়নাগুড়ি পরিবেশ প্রেমী সংগঠনের সম্পাদক নন্দু রায় বলেন চলতি বছরে ময়নাগুড়ি ব্লকে এই প্রথম কিং কোবরা উদ্ধার হল। এটি একটি পূর্ন বয়স্ক পুরুষ কিং কোবরা। উদ্ধারের পর পর্যবেক্ষণ করে দেখি সাপটি সম্পূর্ণ সুস্থ রয়েছে । তাই সাপটিকে তারা গরুমারা জাতীয় উদ্যানের উপযুক্ত পরিবেশে ফিরিয়ে দেই।