শিলিগুড়ি , ১৪ জুন : কোভিডকালে কাজ করা অস্থায়ী কর্মীরা এখন ও কর্মহীন , স্থায়ী চাকরির দাবিতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপারের দ্বারস্থ হল সেই কর্মীরা |
বুধবার দুপুরে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপারের কার্যালয়ের সামনে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায় তারা এবং পরবর্তীতে তাদের দাবি সম্বলিত স্বারকলিপি তুলে দেওয়া হয়। তাদের দাবি হাসপাতালের সুপার স্পেশালিটি ব্লকে স্থায়ী কর্মী নিয়োগের ক্ষেত্রে তাদের অগ্রাধিকার দেওয়া হোক এবং তারা যাতে স্থায়ী চাকরি পায় তার ব্যবস্থা করুক হাসপাতাল কর্তৃপক্ষ।
অন্যদিকে , এ বিষয়ে সুপার ডাঃ সঞ্জয় মল্লিক বলেন , হাসপাতালে কর্মী নিয়োগ এজেন্সির হাতে রয়েছে তাদের নিয়োগের ক্ষেত্রে কিছু মাপকাঠি রয়েছে । তাদের মাপকাঠি অনুযায়ী সমস্ত কিছু ঠিক থাকলে এদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া উচিত। তবে নিয়োগ হাসপাতালের আওতায় নেই।