শিলিগুড়ি , ১৯ মে : মালিকানার দাবিতে আন্দোলনে নেমেছে বিধান মার্কেটের ব্যবসায়ীরা | সেই নিয়ে আজ গুরুত্বপূর্ণ বৈঠক হয় বিধান মার্কেট ব্যবসায়ীদের সঙ্গে এসজেডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী এবং শহরের মেয়র গৌতম দেবের।
বৈঠকে উপস্থিত ছিলেন ডেপুটিয়ার রঞ্জন সরকার সহ এসজেডি এর আরও অন্যান্য আধিকারিকরা ।
বৈঠকের পর বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির সেক্রেটারি জানিয়েছেন আজকের আলোচনার পর আশাবাদী তারা | এসজেডিএ এর পক্ষ থেকে জানানো হয়েছে তারা বিভিন্ন কাগজপত্র খতিয়ে দেখবেন এবং তাদের যে দাবিগুলি রয়েছে সেগুলি পূরণের চেষ্টা করবেন।
পরবর্তী দিনে প্রশাসনিক বিভিন্ন মহলের সঙ্গে বৈঠকের পাশাপাশি তাদের আন্দোলন চলবে । আজকের আলোচনা সঙ্গতিপূর্ণ হলেও যতদিন না পর্যন্ত দাবি পূরণ হচ্ছে ততদিন আন্দোলন চালাবে বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির ।
চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী জানিয়েছেন , বিধান মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে কথা হয়েছে তাদের যে সমস্ত দাবি রয়েছে সমস্ত দাবি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে । পাশাপাশি যাতে বিধান মার্কেটের সার্বিক উন্নয়ন হয় সেদিকে নজর রেখে একজন স্পেশাল অফিসার নিয়োগ করা হচ্ছে | যিনি বিধান মার্কেটে সার্বিক উন্নয়নের বিষয়টা দেখবেন |